Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বিএনপি’র কমিটিতে ‘আ.লীগপন্থীরা’, বাতিলের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২১:৩৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:২৪

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থী নেতাদের নিয়ে উপজেলা বিএনপি’র নতুন কমিটি গঠনের অভিযোগ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দ্রুত ‘বিতর্কিত কমিটি’ ভেঙে দেওয়ার দাবি বিক্ষোভকারীদের।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা ওই কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও পরে মশাল মিছিল করে।

বোয়ালমারী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকেলে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সন্ধ্যায় পদবঞ্চিতরা মশাল হাতে আরেকটি প্রতিবাদ মিছিল বের করে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসন করে বিএনপি কমিটি গঠন করেছে।’

বিজ্ঞাপন

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল করো!’, ‘বিএনপি দলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করো!’ বলে নানা স্লোগান দেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর