Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্তন ক্যানসার সচেতনতায় সম্মাননা পেলেন ডা. রাসকিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২২:০১

সন্মাননা নিচ্ছেন অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

ঢাকা: স্তন ক্যানসার সচেতনতায় দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি পেলেন অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বাংলাদেশে ক্যানসার প্রতিরোধ আন্দোলনের পথিকৃৎ হিসেবে পরিচিত এই চিকিৎসককে সম্মাননা দিয়েছে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স ও ব্র্যাক ব্যাংক।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীতে আয়োজিত হয় ‘রাইজিং এবাভ ফিয়ার’ শীর্ষক এক আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতা ও নারীর মানসিক দৃঢ়তা নিয়ে আলোচনায় অংশ নেন- চিকিৎসক, ব্যাংকার ও সমাজকর্মীরা।

অনুষ্ঠান শেষে ক্যানসার সচেতনতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বিজ্ঞাপন

‘গোলাপি মানব’ নামে পরিচিত ডা. রাসকিন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান। তিনি দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে ক্যানসার প্রতিরোধে গবেষণা, জনসচেতনতা এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে অনন্য ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ক্যানসার বিষয়ে ভয় নয়, সচেতনতা ও প্রাথমিক সনাক্তকরণই জীবন রক্ষার মূল চাবিকাঠি। সমাজে ইতিবাচক বার্তা ছড়াতে ডা. রাসকিনের কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর