খুলনা: খুলনার রূপসায় বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে পড়ে ইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চর রূপসাস্থ প্রীয়াম সী ফুডস নামক চিংড়ি প্রক্রীয়াজাতকরণ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার বাগমারা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয়রা জানায়, বাগমারা গ্রামের ইমন প্রীয়াম সী ফুডস নামক চিংড়ি প্রক্রীয়াজাতকরণ প্রতিষ্ঠানের ভিতরে আগাছা পরিষ্কার করছিল। সে আগাছা পরিষ্কার করার একপর্যায় সেখানে থাকা আমড়া গাছে ওঠে। গাছের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে প্যাঁচানো লতাপাতা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।