পঞ্চগড়: বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, মহাসড়কে কোনো অবস্থাতেই অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং বিআরটিএ পঞ্চগড় সার্কেলের যৌথ আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মধ্যে ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কোনো লক্কড়ঝক্কড় গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না। এজন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদফতর একসঙ্গে কাজ করছে। সরকারি গাড়িগুলোকেও ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি বিআরটিএ’র গাড়িও আমি ডাম্প করেছি।”
দেশের জনশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, “এখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট পর্যায়ে আছি। ২০৪০ সালের পর তরুণ জনসংখ্যা কমে যাবে। তাই যাদের হাত ধরে দেশের অর্থনীতি এগোবে— তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।”
তিনি জানান, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। “এ বিষয়ে প্রচার প্রয়োজন, যাতে সব ক্ষতিগ্রস্ত পরিবারই আর্থিক সহায়তার আওতায় আসে”— বলেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলুর সঞ্চালনায় ও জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন, বাস-মিনিবাস- কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেনসহ নিহত পরিবারের স্বজনেরা।
এ সময় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, পঞ্চগড় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটকসহ গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।