ফরিদপুর: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দিনভর জেলার ভাঙ্গা ও সদরের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় ট্রাকচাপায় নিহত হন মজিদ মোল্লা (৬০)। তিনি ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি ট্রাক মজিদ মোল্লাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের মোল্লাবাড়ী মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই আরোহী। এর মধ্যে শামিম মিয়া (৩৫) মারা যান। তিনি সাচিয়া গ্রামের বাসিন্দা রাজ্জাক মোল্লার ছেলে।
আহত শফিক (৩০) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাহেব চর গ্রামের বাসিন্দা পান্নু শেখের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. সিদ্দিকুর রহমান বলেন, এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।