Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১২:০৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৪:১৮

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার রাতে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো. রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন শমসের সাহা। ওই সময় তিনি হেটে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। এ সময় চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগামী একটি মোটরসাইকেল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর