Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৩:৩২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

ঢাকা: রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) পড়ে আবুল কালাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন।

নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত যুবকের পাসপোর্ট। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে চলন্ত মেট্রোরেল থেকে হঠাৎ বিশাল আকৃতির একটি বিয়ারিং প্যাড নিচে ছিটকে পড়ে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। ভারী বিয়ারিং প্যাডটি সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান। এছাড়া এটি পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে দোকানের সামনের কাঁচ ভেঙে দেয়। এতে দোকানে থাকা দুই ব্যক্তি আহত হন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা জানান, বিয়ারিং প্যাড মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত হয়। কীভাবে এটি ছিটকে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়।

উল্লেখ্য, বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর