পটুয়াখালী: নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ ২২ দিন পর শনিবার মধ্যরাতে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। নদী ও সাগর মোহনায় মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে ফিরলেও বেশিরভাগ জেলে এখনো ফেরেননি ঘাটে।
রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে জেলে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর।
মাছ ব্যবসায়ী ফরিদ ফকির জানান, চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া, বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তিন থেকে চারদিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবারহ কিছুটা বাড়তে পারে এবং দাম কিছুটা কমতে পারে।