Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে জেলেরা, ধরা পড়ছে ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৪:০৭

ইলিশ মাছ।

পটুয়াখালী: নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ ২২ দিন পর শনিবার মধ্যরাতে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। নদী ও সাগর মোহনায় মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে ফিরলেও বেশিরভাগ জেলে এখনো ফেরেননি ঘাটে।

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে জেলে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর।

মাছ ব্যবসায়ী ফরিদ ফকির জানান, চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া, বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তিন থেকে চারদিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবারহ কিছুটা বাড়তে পারে এবং দাম কিছুটা কমতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর