Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৩

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামায় মোট ১৯৮টি কোম্পানির দর কমেছে। এদিন টাকার অংকেও লেনদেন সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন চিত্রে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ওঠানামার পর দিনশেষে রোববার (২৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১০৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৯৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে ৪৬১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা।

ডিএসই-তে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টি কোম্পানির, বিপরীতে ১৯৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে সিএসই-তে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ২১টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৮৯ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর