Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর নারীর পা বাঁধা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৪:৪০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:০৬

প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন গোলাপী। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। রোববার সকালে স্থানীয় লোকজন থানার পাশে খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাঁধা অবস্থায় গোলাপীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরনের কাপড় দেখে তার মরদেহ শনাক্ত করেছেন স্বামী কাদের মিয়া। এটি একটি হত্যা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর