ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দলে পরিণত করেছে জাতীয় পার্টি (জাপা)।
তিনি বলেন, জাপা মানেই আওয়ামী লীগ, তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের কেউ যাতে অংশ নিতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জাপার নেতাদের আইনের আওতায় আনতে হবে। কারণ তারাই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি। যদি কোনো দলের স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।’
এনসিপি নেতা বলেন, ‘বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আসছে। আমরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে জবাবদিহিতা থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।’
আখতার হোসেন জানান, জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে রাজনৈতিক দলগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে।
‘আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে একমত হয়েছি, তবে এখনো সেটি নিশ্চিত করা যায়নি,’ যোগ করেন তিনি।
গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে অতীতের আন্দোলনের কথা স্মরণ করে আখতার বলেন, ‘আমি তাদের সঙ্গে রাজপথে মিছিল করেছি, জেল খেটেছি। সেই আন্দোলনের দিনগুলো আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।’