Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭০ বছরের নারীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৬:১০

অভিযুক্ত যুবক মো. শওকত।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ঘটনার শিকার ওই নারী সাতকানিয়া থানায় যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মো. শওকত (২৫) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা গ্রামের বাসিন্দা। গ্রামে তার একটি ছোট চা-দোকান আছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘বৃদ্ধার বয়স প্রায় ৭০ বছর। গ্রামের বাড়িতে উনি একাই থাকেন। এক ছেলে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। বৃদ্ধার বিভিন্ন প্রয়োজনে প্রতিবেশী শওকত মাঝেমধ্যে তাদের বাড়িতে যেত। শনিবার সকাল ১১টার দিকে বাড়িতে গিয়ে সে বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।’

বিজ্ঞাপন

‘স্থানীয় লোকজন মহিলার চিৎকার শুনে জড়ো হয়ে শওকতকে ধরে ফেলে। গণপিটুনি দিয়ে তাকে বেঁধে রেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এলাকার লোকজন জানিয়েছেন, আগেও গ্রামে শওকতের বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে তার বিরুদ্ধে তখন কোনো মামলা হয়নি।’

এসআই আনোয়ার জানান, আক্রান্ত নারীকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর গ্রেফতার শওকতকে আজ (রোববার) দুপুরে আদালতে হাজির করা হয়। শওকত দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার জন্য পুলিশের কাছে রাজি হলেও আদালতে গিয়ে মত পালটে ফেলে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।