ঢাকা: রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল চালু করা হয়েছে। খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
এরপর দুপুর ২টার দিকে ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি বা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সম্মানিত যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।