Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৩

র‌্যাবের জালে সৌরভ দাস। ছবি: সারাবাংলা

ফরিদপুর : ফরিদপুরে স্ত্রী বর্ণাকে হত্যার পর পালিয়ে থাকা স্বামী সৌরভ দাস (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব ১০। রোববার (২৬ অক্টোবর) সকালে গোপালগঞ্জ এর ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যা জানায় র‍্যাব।

সৌরভ ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী এলাকার বাসুদেব দাসের ছেলে।

গত ২০ অক্টোবর স্ত্রী বর্ণা দাসকে হত্যা করে পালিয়ে যায় সে। বর্না দাস মধুখালি উপজেলার গাড়াখোলা একালার শেফালী রানী দাসের মেয়ে। এ ঘটনায় ২১ অক্টোবর মধুখালি থানায় হত্যা মামলা দায়ের করেন শেফালী রানী।

র‍্যাব ১০ এর ফরিদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, স্ত্রী বর্ণাকে অন্য কোথাও আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল শ্বাশুড়ি শেফালী রানী দাস। এ নিয়ে কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সৌরভ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর