Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় পরিত্যক্ত ককটেল উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:০১

উদ্ধার হওয়া ককটেল।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ে একটি ঝোপ থেকে তিনটি শক্তিশালী পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকালে এক কৃষক তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের ধারণা, রাজনৈতিকভাবে একে অপরকে দোষারোপ, নাশকতার পরিকল্পনা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটনার জন্য কেউ ককটেলগুলো মজুদ করতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ