Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা অধিদফতর
রিয়ার অ্যাডমিরাল সোহায়েলের কানাডায় থাকার বিষয়টি গুজব

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৪

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল

ঢাকা: চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন। তাকে কানাডার টরন্টোতে দেখা গেছে- এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ কারা অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল সংক্রান্ত এক‌টি গুজব ছা‌ড়ানো হচ্ছে। যা সত্য নয়। তি‌নি বর্তমা‌নে কেরানীগঞ্জ কারাগা‌রে আটক আছেন। বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে দাবি করা হয়- রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে এক সামরিক কর্মকর্তা টরন্টোর স্কারবরো এলাকায় দেখেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে বনানী এলাকা থেকে আটক করে পুলিশ। তার আগে ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মদ সোহায়েল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর