Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২০:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২০:৩৬

প্রতীকী ছবি

‎ঢাকা: ‎আগামী ৩০ অক্টোবর সরকারি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। ‎রোববার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার মহাপরিচালক এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) উপস্থিত থাকবেন।

‎জানা গেছে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মতবিনিময় ও প্রস্তুতি সভাটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

‎সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

‎আরো জানা গেছে, অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন-‎মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র সচিব।

‎এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবদের।

‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

তাছাড়া, কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর ও সংস্থার প্রধানকেও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন -বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদফতর ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী; এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস)।

‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর