Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের কমলো সোনার দাম, রুপার দাম অপরিবর্তিত

সারাবাংলা ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২৩:৪৪

মূলবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: বেশকিছু ধরেই অস্থির সোনার বাজার। এই অস্থিরতার মধ্যেই গত ৬ অক্টোবর সোনার ভরি ইতিহাসে প্রথম দুই লাখ টাকা ছাড়ায়। সেই দর বৃদ্ধির ধারাবাহিকতা কয়েকদিন অব্যাহত ছিল। কিন্তু গত ২২ অক্টোবর সোনার দাম ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমে। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। আজ ভরিতে সোনার দাম কমেছে এক হাজার ৩৯ টাকা। ফলে এখন ভালোমানের প্রতিভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। তবে এদিন রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।

এদিকে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয় বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২২ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর