ঢাকা: সন্ধ্যা ৬ টার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের খবরকে ভিত্তিহীন বলছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে, বন্দরের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাতে এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি পণ্যের প্রবেশ বা বহির্গমনে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নতুন কোন আদেশ বা বিধিনিষেধ আরোপ করা হয়নি। বরং পূর্বের ন্যায় যথানিয়মে আমদানি পণ্যের বাংলাদেশে প্রবেশ ও রফতানি পণ্য বাংলাদেশ থেকে বহির্গমন ব্যবস্থা অব্যাহত আছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকল সেবাগ্রহীতাকে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।’
এনবিআর বলছে, কয়েকটি গণমাধ্যমে বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬ টার পর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত প্রদান করা হয়েছে মর্মে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়টি সত্য নয়। এনবিআর বলছে, বন্দরের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে।
এর আগে, বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ছয়টার পর কার্যক্রম বন্দের সিদ্ধান্ত ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলছে, পূর্ব ঘোষণা বা প্রস্ততি ছাড়াই অবৈধ পণ্যের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সকল ধরণের আমদানি-রফতানির বন্ধ রাখার উদ্যোগ সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।