ফরিদপুর: জেলার সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মো. মজিবর।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা পোনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাদ্দেক আহম্মেদ জেলার সদর উপজেলার মমিনখার হাট এলাকার ইছহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর জজ কোর্টের আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, ‘নিহত আইনজীবী তার সহযোগীসহ মোটরসাইকেল যোগে শহরের আসার পথে বদরপুর এলাকায় অজ্ঞাত ট্রাক পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আইনজীবী মোসাদ্দেক আহম্মেদ ঘটনাস্থলে মারা যান এবং তার সহযোগী মজিবর আহত হন।’
এ বিষয়ে হাইওয়ে পুলিশের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।