Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিচু গাছ থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২৩:০২

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগর উপজেলায় লিচু গাছ থেকে কোহিনূর (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামে একটি লিচু গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কোহিনূর ওই গ্রামের শামসুল হকের মেয়ে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তরুণীকে লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা না কী হত্যাকাণ্ড— তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।’

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে লিচু গাছের নিচে তরুণীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর