Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির লেখক ফোরামের সভাপতি রুহুল, সম্পাদক জোহা

ইবি করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২৩:৩১

ইবি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুহুল আমিন সভাপতি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউস সানি জোহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নব-মনোনীত সাধারণ সম্পাদক রবিউস সানি জোহা বলেন, প্রতিটি সদস্যের লেখালেখি , সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নিবেদিত থেকে আমরা এগিয়ে যেতে চাই। নতুন দায়িত্বে সকলের সহযোগিতা ও পরামর্শ হবে আমাদের প্রেরণার উৎস। একসঙ্গে আমরা সংগঠনটিকে শক্তি, সৃজনশীলতা ও আদর্শের দীপ্ত এক প্রতীকে পরিণত করব- ইনশাল্লাহ।

সভাপতি রুহুল আমিন বলেন, সবার ঐকান্তিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে একসঙ্গে এগিয়ে যেতে চাই। আমাদের শাখাকে সৃজনশীলতা, উদ্ভাবন ও ইতিবাচক কর্মকাণ্ডে সমৃদ্ধ এক আলোকিত পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি । বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর