Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার গেণ্ডারিয়ায় জবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

জবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ০০:০৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী টিউশনির বাসায় যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (২৬ অক্টোবর) গেন্ডারিয়া থানায় উপপরিদর্শক (এসআই) তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করব।’

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান। আজ আনুমানিক রাত ৮ টায় ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি নম্বর দিতে অস্বীকৃতি জানালে সে নিজেকে সিফাত নামে পরিচয় দেয়। এরপর আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমি চিৎকার শুরু করলে সে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা পুলিশকে সরবরাহ করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বলেন, ‘গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয়েছে। অভিযোগ আমলে নিয়েছে এবং এরই মধ্যে অপরাধীকে খুঁজে বের করার জন্য তারা তৎপর হয়েছেন বলে জানিয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর