Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশের আবহাওয়া শুষ্ক, মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ০৮:২৯

ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশে বর্তমানে আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৭ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আজ সন্ধ্যা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অক্টোবরের শেষ ভাগে মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়লেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামান্য আর্দ্রতা থাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর