Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সারাবাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ০৯:২৩

ছবি: সংগৃহীত

ঢাকা: সাভারের আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি বাসায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা ও ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

রাত ৪টার দিকে সিটি ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ কামরুজ্জামান কাজল জানান, প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে। এখনও উত্তেজনা চলছে। গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সাবেক শিক্ষার্থী জানান, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান সংঘাত আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।

আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হোসেন হাসনাত বলেন, ‘এমন পরিস্থিতিতে প্রশাসনকে আরও জোরালো ভূমিকা না নিতে হবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসতে হবে যাতে সংঘাত থামানো যায়। তা না হলে এটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।’

এদিকে, সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন জ্বলতে দেখা গেছে। রাত সাড়ে ৩টার দিকে পাশ্বর্বর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি ভবনে বসবাসকারী এক শিক্ষার্থীর ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেছে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন দেখা গেছে।

আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত রাকিবুল হাসান জানান, সিটি ইউনিভার্সিটির সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
২৭ অক্টোবর ২০২৫ ০৮:১৮

আরো

সম্পর্কিত খবর