নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলায় মো. নাজিম উদ্দীন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে আরেক শিক্ষার্থী মো. আবু সাইয়েদ (১৬)। এ ঘটনায় শিক্ষার্থী আবু সাইয়েদকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামীয়া মাখপুল উলুম মাদরাসাতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মো. নাজিম উদ্দীন চাষিরহাট ইউনিয়নের জাহানবাদ গ্রামের ওবায়েদ উল্যার ছেলে।
এদিকে, আটক আবু সাইয়েদ ময়মনসিংহ জেলার টিংকাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১০ দিন আগে টুপি নিয়ে নিহত নাজিম উদ্দীন ও আবু সাইয়েদের সঙ্গে ঝগড়া হয়। পরে ওই মাসরাসার হুজুর তা মিমাংসা করে দেয়। এর জের ধরে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দীনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে আবু সাইয়েদ। পরে মাদরাসার শিক্ষার্থীরা নাজিমকে হত্যা করার বিষয়টি দেখতে পেয়ে মাদরাসার হুজুরকে জানায়। মাদরাসা কর্তৃপক্ষ সোনাইমুড়ী থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে সোমবার ভোর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত আবু সাইয়েদকে আটক করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম হত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িত আবু সাইয়েদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।