রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে, আর সেই ম্যাচে উত্তাপ ছড়াবে না, তা কি হয়? ঐতিহ্যবাহী এই লড়াইয়ে উত্তাপের পারদ তুঙ্গে উঠেছিল গত রাতেও। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ক্লাসিকো জিতেছে রিয়াল। পুরো ম্যাচে নিস্প্রভ থাকা বার্সা তারকা লামিন ইয়ামাল কী কারণে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে জড়িয়েছে তর্কে?
গত মৌসুমে ৪ ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে নাকানি চুবানি খাইয়েছিলেন ১৭ বছর বয়সী ইয়ামাল। এবারের ক্লাসিকোর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনিই।
তবে বার্নাব্যুতে নিজের নামের পাশে একেবারেই সুবিচার করতে পারেননি এই তরুণ সেনসেশন। গোল কিংবা অ্যাসিস্ট, কিছুই আসেনি ইয়ামালের পা থেকে। তার ব্যর্থতার রাতে হেরেছে বার্সাও।
ম্যাচ শেষে ইয়ামালদের দিকে তেড়েফুঁড়ে এসেছিলেন রিয়াল ফুটবলাররা। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাহালের সঙ্গে তর্কে জড়িয়েছেন ইয়ামাল।
রিয়াল শুধু চুরি না, অভিযোগও করে- ম্যাচের আগে এমন কথা বলে বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন ইয়ামাল। এর জবাবেই হয়তো ভিনি বলেছেন, ‘কী ব্যাপার! ব্যাক পাস দেওয়া ছাড়া আর কিছুই তো করলে না।! শুধুই ডিফেন্ডারদের কাছে বল দিলে।’
কারভাহালকে বলতে শোনা গেছে, ‘তুমি অনেক কথা বলো। এখন বলো দেখি!’ অনুমেয়ভাবেই প্রতিপক্ষের এরকম কথা ভালোভাবে নেননি ইয়ামাল।
ভিনি ও কারভাহালের সঙ্গে তাই তর্কে জড়িয়েছেন ইয়ামাল। পরে এই তর্কে জড়িয়ে গেছে রিয়াল ও বার্সার বাকি ফুটবলাররাও।
ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, ‘ঠিক কী ঘটেছিল আমি তা দেখিনি। তখন আমি বেঞ্চে ছিলাম, শুধু দেখলাম অনেক লোক জমেছে। রেফারি বাঁশি বাজানোর পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা লামিনের দিকে ঝাঁপিয়ে পড়ে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বিষয়টা তাদেরই জিজ্ঞেস করা ভালো।’