বেনাপোল: যশোরের বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে আজিজুর রহমানের পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান,সোমবার সকালে মেইন রোডের পাশে আজিজুর রহমানের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এলাকাবাসীদের দাবি, তাকে কেউ মেরে পুকুরে ফেলে রেখে গেছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ এসআই মানিক কুমার সাহা বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’