ঢাকা: রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহতের ঘটনায় প্রায় ২৩ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৩৪) নামের এক পথচারী নিহত হন। এ ছাড়াও এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
এদিকে, মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের সদস্যদের মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
একইসঙ্গে ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।