Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ থেকে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১২:১৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৪:২৪

আজিজুর রহমান আজিজ।

ঢাকা: দেশে থেকে পালিয়ে যাওয়ার সময় শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। চাঁদাবাজির একটি মামলায় আজ তাকে আদালতে তুলে তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা চালাচ্ছিলেন।

সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে। এরইমধ্যে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেফতার দেখাবে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরোপা জয়ের লক্ষ্য রাজশাহীর
২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮

আরো

সম্পর্কিত খবর