ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছাদেক খান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দ্যা ওয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম ছাদেক খান (৫৮)। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দিয়া পাড়া গ্রাম। বাবার নাম রওশান আলী খান। বর্তমান উত্তর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে থানায় খবর আসে যাত্রাবাড়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্যা ওয়ান রেস্টুরেন্টের দক্ষিণ পাশে চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রাতে কোনো যানবাহনের চাপায় তিনি ঘটনাস্থলে মারা গেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।