Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান ইস্যুতে অভিনব কাশ্যপকে ‘চটি মারা’র হুমকি রাখির

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ১৩:৩৫

সালমান খান, রাখি সাওয়ান্ত ও অভিনব কাশ্যপ। ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই শিরোনামে রয়েছেন বলিউড সিনেমা ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। সালমান খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। এনেছেন একাধিক অভিযোগ। এবার সালমানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অভিনবকে ‘মিথ্যাবাদী’ বলে কোন হুমকি দিলেন তিনি?

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সালমানের পক্ষে সুর চড়ালেন রাখি। তার কথায়, ‘‘মর্ত্যের দেবতা উনি (সালমান)। আমার জন্য অনেক করেছেন, কাজ পাইয়ে দিয়েছেন। বাজার পড়ে গিয়েছিল আমার, সেই সময় কাজ দিয়েছিলেন, ‘বিগ বস’-এ এনেছিলেন, আমার মায়ের ক্যানসারের চিকিৎসায় সাহায্য করেছিলেন।”

গত কয়েক মাস ধরেই সালমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে চলেছেন অভিনব। রাখি সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘একটা লোক কয়েকদিন ধরে সালমানের বিরুদ্ধে প্রচুর বাজে কথা বলছে। যেখানেই তাকে দেখতে পাব, চটি খুলে পেটাব। ‘দাবাং’ ছবিতে কেউ তো ওকে পরিচালক হিসাবে নিয়েছিল। জানি না, আমি তো নামও নিতে চাই না। ওই টেকো লোকটার নাম নিয়ে আমার মুখ খারাপ করতে চাই না।”
রাখির দাবি, শুটিং সেটে নাকি ‘নারীদের সঙ্গে অভব্য আচরণ’ ও করতেন অভিনব। তার আরও দাবি, সালমানের কোনো শত্রু হয়তো অভিনবকে টাকার বিনিময়ে এ সব কুৎসা রটানোর ইন্ধন দিচ্ছে।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়। রাখির স্পষ্ট বক্তব্য, অভিনব মিথ্যা কথা বলছেন। রাখির কথায়, ‘এখন মিডিয়ার সামনে খারাপ কথা বলছে, সালমানের পরিবার টেনে কথা বলছে। মিথ্যা কথা বলছে।’ ক্ষুব্ধ রাখি জানান, কোনো দিন যদি অভিনবের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে ১০টা ডিম ছুঁড়ে মারবেন তাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর