Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৩:৪৯

মাদক কারবারি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহির। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৫টি মাদক মামলার আসামি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৪)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে, রোববার রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) লক্ষীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত.আব্দুল আলীর ছেলে।

বিজ্ঞাপন

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, লক্ষীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের মাদক কারবারি জাইল্লা জহির রোববার রাতে ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে নোয়াখালী টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমানতপুর তপাদার বাজারের উত্তর পাশে ফেনী টু লক্ষ্মীপুরগ্রামী যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র‍্যাব-১১, সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে যাত্রীবাহী বাসের মধ্যে যাত্রী বেশে বসে থাকা মাদক কারবারি জহিরের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানায় যে, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। তার বিরুদ্ধে নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। আসামিকে উদ্ধার করা ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জিজি