ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৫০৪ কোটি টাকা নিট মুনাফা করার কথা জানিয়েছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা ১৩১ শতাংশ বেশি।
জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্র্যাক ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানটির আয়ও ৩৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ কোটি টাকা; আর নিট মুনাফা ৮০ শতাংশ বেড়ে ১৯৭ কোটি টাকায় পৌঁছেছে।
বিকাশে ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ শেয়ার রয়েছে। অন্যান্য প্রধান শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে মানি ইন মোশন এলএলসি (১৬.৪৫ শতাংশ), আলিপে সিঙ্গাপুর ই-কমার্স (১৪.৮৭ শতাংশ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (১০.৩৬ শতাংশ) ও এসভিএফ ২ বিম (ডিই) এলএলসি (৭.৩২ শতাংশ)।