Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৭:১২

প্রতীকী ছবি।

পিরোজপুর: গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মো. জাকির মোল্লা নামের এক মাদক কারবারির কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উদ্ধার করা গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বাপন সেন ও তার টিম। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান বলেন, ‘সমাজকে মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

তিনি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর