গোবিপ্রবি: প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে দুইজন গার্ল ইন রোভার, কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কি.মি. পথ পরিভ্রমণ করবে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬.৩০ মিনিটে যাত্রাটি শুরু হয়। উক্ত পরিভ্রমণে অংশগ্রহণ করবেন গার্ল ইন রোভারদের মধ্যে ২০২১/২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের ফারিহা এবং ২০২৩/২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের মিস শামিমা আক্তার। তাদের সঙ্গে কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরও দুইজন গার্ল ইন রোভার যুক্ত হয়।
রোভার দলটি আজ কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করে ৩১ অক্টোবর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীতে শেষ করবে।
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ছয়টি পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত একটি পরিভ্রমণকারী ব্যাজ। পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা ১৫০ কি.মি. পথ পরিভ্রমণ করবে। এছাড়াও, আরও বেশ কয়েকভাবে পরিভ্রমণ করার নিয়ম রয়েছে।
যাত্রাপথে তারা বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করবে। এছাড়াও, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে যেমন মেয়েদের টিটি টিকা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবে।
গার্ল ইন রোভার ফারিহা বলেন, “পরিভ্রমণ হচ্ছে এমন একটি পদযাত্রা যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। মূলত সব বাধা বিঘ্ন পার করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া, আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রান্ত ধারণা পরিবর্তন করে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে অংশ নিতে পারব।”