Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৬:১৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৭:১২

কার্ভাড ভ্যানের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি।

জামালপুর: জামালপুরে কার্ভাডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দিলে অটোটি দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে আরও ২ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাড ভ্যান আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান ওসি নাজমুস।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর