ফরিদপুর: ফরিদপুরে পেঁয়াজ চাষাবাদে পরিবর্তিত জলবায়ুর প্রতিকুল পরিবেশে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষন মেশিন বিতরণ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্ল্যা এবং প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। তাই চাষীদের উৎপাদিত পেঁয়াজ সনাতন পদ্ধতিতে সংরক্ষণের কারণে ২৫ থেকে ৩০ ভাগ পেয়াজ পচে যায়। পেঁয়াজের ঘাটতি মোকাবিলায় সংরক্ষন মেশিনের ভুমিকা অপরিসীম। কৃষকদের ক্ষতি কমানো ও দেশে পেঁয়াজের ঘাটতি মোকাবেলায় এই উদ্ভাবিত যন্ত্রটি খুব কার্যকর। এই সরকারি সহযোগিতা কাজে লাগিয়ে পেঁয়াজ চাষ ও সংরক্ষনে কৃষকদের এগিয়ে আশার অনুরোধ জানানো হয়।
পরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ চাষ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় জেলায় পেঁয়াজ সংরক্ষনে পর্যায়ক্রমে ১৪০০ ব্লোয়ার মেশিন কৃষকদের মাঝে সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারি পরিচালক আবুল হোসেন মিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, শামীমা আক্তার প্রমুখ।