Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে পাবনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৬:৫০

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবদলের র‌্যালি। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের জেলাপাড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের বড় ব্রিজ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সাধারণ সম্পাদক মনির আহমেদসহ যুবদলের নেতারা।

সমাবেশে বক্তারা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবসমাজ তথা যুবদলকে প্রস্তুত থাকার আহবান জানান। একইসঙ্গে দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য ভোটারদের নিকট ভোট প্রার্থনা করার আহবানও জানান তারা।

বিজ্ঞাপন