Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিভিন্ন স্কুল ও মাদরাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৭:১১

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদরাসা ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ। ১নং ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু রায়হানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় এতে আরোও বক্তব্য দেন সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, ফাঁপোর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিতিশ চন্দ্র দাস, সহকারি প্রকৌশলী বনি আমিন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিন, রুবেল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শারমিন আক্তার রিক্তা, হিসাব সহকারি রহেদুল ইসলাম ইমন, উদ্যোক্তা মো. মাহমুদসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদরাসা ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর