মালির সামরিক সরকার দেশজুড়ে সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। সশস্ত্র গোষ্ঠী আরোপিত জ্বালানি আমদানি অবরোধে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দেশটির শিক্ষা মন্ত্রী আমাদু সি সাভানে বলেন, ৯ নভেম্বর পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে। জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে শিক্ষক-কর্মচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে। স্কুলগুলো ১০ নভেম্বর থেকে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।’
এদিকে, মালির আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক পৃথক বিবৃতিতে জানায়,
‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ থাকবে। জরুরি সেবা, উদ্ধার কার্যক্রম এবং গণপরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি দেওয়া হবে।’
গত সেপ্টেম্বর থেকে সাহেল অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মালি সীমান্তে জ্বালানি আমদানির ওপর অবরোধ ঘোষণা করে। তারা মূলত সেনেগাল ও আইভরি কোস্ট থেকে আসা জ্বালানি ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করছে, যেখান দিয়ে দেশের অধিকাংশ আমদানি পণ্য আসে।
অবরোধের কারণে মালিতে পণ্য ও পরিবহন খরচ বেড়ে গেছে, এবং রাজধানী বামাকোতেও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।