Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করার রাজনীতি করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩০

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুর অঞ্চল উন্নয়নে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে থাকার কারণ হিসাবে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বার্থপর রাজনীতিকে দায়ী করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করার রাজনীতি করেছেন, অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করেননি।’

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনারে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও বিভাগীয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘রংপুরের মানুষ পরিশ্রমী এবং কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চল প্রত্যাশিত অগ্রগতি অর্জন করেনি।’

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগামী প্রজন্ম হিসেবে শিক্ষার্থীদের রংপুর ও দেশের উন্নয়নে দায়িত্ব নিতে হবে। পড়াশোনার পাশাপাশি সচেতন হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’

তিনি কারমাইকেল কলেজের ঐতিহ্য তুলে ধরে বলেন, ‘এই কলেজ থেকে অনেক গুণী ব্যক্তি দেশের সেবা করেছেন। বর্তমান শিক্ষার্থীদের তাদের পথ ধরে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রংপুর সাহসী অঞ্চল। আবু সাঈদের মতো সাহসী ছেলেরা জালিম সরকারের বিরুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে দেশের জন্য জীবন দিয়েছেন। তারা আমাদের মাঝে চিরজাগরূক।’

মহানগর ছাত্রশিবিরের সহযোগিতায় ও কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের আয়োজনে এই অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবার রহমান বেলাল ও কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

জকসু নীতিমালা পাস
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর