জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মহোদয় জকসু নীতিমালায় সই করেছেন। শিগগিরই এ নীতিমালা আমরা হাতে পাবো। এখন নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা করা হবে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নীতিমালার সংশোধনী সম্পন্ন করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। ৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করেন।
এর আগে, ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর রোডম্যাপ প্রকাশ করে, যা আইন পাস হওয়ার পর বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী ২৭ নভেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে।