Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

দলটি জানায়, ইতোপূর্বে চট্টগ্রাম উত্তর জেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার রানাকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর