Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩৪

জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেছেন, দেশে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যে গণভোটের কথা বলা হচ্ছে সেটা করা যাবে না। আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট দিতে হবে। এসব দাবি না মানা হলে সরকারকে আন্দোলনের মাধ্যমে মানতে বাধ্য করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন, নভেম্বরের মধ্যে গণভোট, শেখ হাসিনার দোসর জাতীয় পার্টি ও চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর ও সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

জকসু নীতিমালা পাস
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর