Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে পিস্তল-গুলি ও ফেন্সিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২০:৩৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২২:৩০

উদ্ধার করা বাটন ফোন, পিস্তল ও গুলি। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পঞ্চগড় কার্যালয়ের সদস্যরা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় মাদক ব্যবসায়ীসহ অভিযুক্তরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সদস্যরা জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি দেশে তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। একইসঙ্গে জব্দ করা হয়েছে দুটি বটম ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবির বলেন, অস্ত্র ও মাদক জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।