Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২২:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২২:২৪

শুভ দাস

ফরিদপুর: জেলার ভাঙ্গায় সাপের কামড়ে শুভ দাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

শুভ দাস ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের বাসিন্দা মুদি ব্যবসায়ী জয়ন্ত দাসের ছেলে । ওই যুবক সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুভ দাস রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় আব্দুল্লাহবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় তাকে সাপে কামড়ে দেয় তাকে। পরে স্থানীয় লোকজন তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাতুব্বর বলেন, সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুভ দাসের মৃত্যু হয়েছে।