Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি ‘কলম’ বা ‘মোবাইল’ প্রতীক পাচ্ছে এনসিপি!

নাজনীন লাকী, স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ০৮:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১০:১৪

এনসিপি প্রথম আবেদনে ‘শাপলা’র পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল’ চেয়েছিল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘প্রতীক’ ইস্যু নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা। দলটির ‘প্রতীক’ নিয়ে নির্বাচন কমিশনও একধরনের বিপদের মধ্যে আছে। বিশেষ করে ‘শাপলা’ নিয়ে জটিলতায় আটকে আছে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া।

কমিশন বলছে, এনসিপি যদি ‘শাপলা’ ছাড়া অন্য প্রতীক না নেয়, তাহলে কমিশন নিজে থেকেই প্রতীক বাছাই করে দিয়ে দিবে। এক্ষেত্রে শাপলার পরিবর্তে কলম বা মোবাইল হতে পারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক। কেননা দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে করা প্রথম আবেদনে এনসিপি প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল- এই তিনটি উল্লেখ করেছিল। যদিও পরবর্তী সময়ে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক হিসেবে বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে দলটি।

বিজ্ঞাপন

তবে কমিশনের তালিকায় ‘শাপলা’ না থাকায় ‘কলম’ ও ‘মোবাইল’ থেকেই যেকোনো একটি ‘প্রতীক’ চূড়ান্ত হতে পারে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে সোমবার ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি দেওয়ার সুযোগ নেই।‎ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। আর এটি এ সপ্তাহেই করবে নির্বাচন কমিশন।’

তবে, প্রতীক ইস্যুতেই এখনো অনড় অবস্থানে এনসিপি। দলের প্রতীক হিসেবে শুরু থেকে ‘শাপলা’ চেয়ে আসছে তরুণদের নিয়ে গড়া নতুন দল এনসিপি। তবে ইসির রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই ‘শাপলা’। তাই গেজেটকৃত ৫০টি প্রতীকের যেকোনো একটি বেছে নিতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। সেইসঙ্গে তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময়ও বেঁধে দিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এ সংস্থাটি।

তবে, গত ১৯ অক্টোবর সেই সময় শেষ হওয়ার দিনই এনসিপি ইসিতে এসে ফের ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন জানায়। কিন্তু ‘শাপলা’ প্রতীক না দেওয়ার অবস্থানে অনড় নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে এ সপ্তাহেই যেহেতু ইসি নিজ উদ্যোগে প্রতীক বাছাই করে নিবন্ধন দিয়ে দিবে, এমন পরিস্থিতিতে এনসিপির পরিকল্পনা বা পদক্ষেপ কী হবে?

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সারাবাংলাকে বলেন, “‘শাপলা’র পরিবর্তে ‘কলম’ বা ‘মোবাইল’ বা অন্য কোনো প্রতীকে নিবন্ধন মেনে নেবে না এনসিপি। প্রতীক ইস্যুতে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। নির্বাচন কমিশন যদি দলের নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রতীক ‘শাপলা’ সেটা দিয়েই নিবন্ধন দিতে হবে। তাদের ইচ্ছে মতো স্বেচ্ছাচারীভাবে ‘প্রতীক’ বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।”

যদি নির্বাচন কমিশন ‘শাপলা’ ছাড়া অন্য প্রতীকে নিবন্ধন দেয় তাহলে নিবন্ধন নেবে না এনসিপি। সেক্ষেত্রে দলটির পদক্ষেপ কী হবে? এমন প্রশ্নের জবাবে বলেন জানান, ‘শাপলা প্রতীক আদায়ে আমরা রাজপথে আন্দোলন করব।’

তাহলে এ সপ্তাহেই কী ‘শাপলা’র পরিবর্তে ‘কলম’ বা ‘মোবাইল’ প্রতীক পেতে যাচ্ছে এনসিপি? আর শেষ পর্যন্ত কি ‘শাপলা’ প্রতীক পেতে এনসিপিকে রাজপথেই নামতে হচ্ছে? এ সব প্রশ্নের উত্তর পেতে এখন সময়ের অপেক্ষা…

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সিঙ্গার
২৮ অক্টোবর ২০২৫ ০৯:২১

বম্বে সুইটসে চাকরি'র সুযোগ
২৮ অক্টোবর ২০২৫ ০৯:১৭

আরো

সম্পর্কিত খবর