Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২৩:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২৩:১১

বগুড়া: জুলাই সনদের আইনী ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার (২৭ অক্টোম্বর) বিকেলে ফতেহ আলী মোড় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনের জেলার সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ।

এসময় তিনি বলেন, জুলাই সনদের আইনী ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া জেলা সহ-সভাপতি-প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারী-অধ্যাপক মুফতী এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক-অধ্যাপক শাহজাহান তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক-মাওলানা রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি-মো: সোহরাব হোসেন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক-মো. আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক-মুহাম্মাদ সোহেল রানা, প্রচার সম্পাদক আবুল বাশার প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর