Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের মহড়া, পাকিস্তানের আকাশসীমা ‘বন্ধ ঘোষণা’

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ২৩:৫৯

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ভারতীয় সামরিক মহড়ার প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশসীমা দুই দিনের জন্য অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২৮ থেকে ২৯ অক্টোবর দুই দিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত আকাশসীমা তিন ঘন্টার জন্য অচল থাকবে। সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তান সীমান্তের কাছে সম্ভাব্য ভারতীয় সামরিক মহড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ত্রি-সেবা যুদ্ধ মহড়া ‘ত্রিশূল ২০২৫’ ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের পশ্চিম সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ার অংশ হিসেবে ভারতের পক্ষ থেকে গুজরাট ও রাজস্থানের আকাশসীমাও অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে ভারতীয় বাহিনী বৃহৎ পরিসরে যৌথ মহড়া চালাচ্ছে। এদিকে,পাকিস্তান নৌবাহিনীর প্রধান এ সময় দেশের সামুদ্রিক সীমান্ত রক্ষার প্রস্তুতি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,২২ এপ্রিল, ২০২৫-এ ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দোষারোপ করে। পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ঘোষণা করে এবং হামলার আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেয়।

এরপর ভারতের পাকিস্তানের হামলা চালায়। পাকিস্তান সশস্ত্র বাহিনী ও অপারেশন ‘বুনিয়ান-উম-মারসুস’ পরিচালনা করে প্রতিশোধ নেয়। পাকিস্তান রাফালসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করে। ৮৭ ঘণ্টার সংঘাতের পরে, দুই পারমাণবিক-সশস্ত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সই করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর